গর্ভাবস্থায় নারীর শারীরিক বড় পরিবর্তন আসে। ওজন বৃদ্ধি, বমি বমি ভাব, খাদ্যাভ্যাসে পরিবর্তন, পায়ে পানিসহ নানা উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গের পাশাপাশি গর্ভাবস্থায় নারীর চোখেরও কিছু সমস্যা দেখা দিতে পারে। চোখে ঝাপসা দেখা যেতে পারে। এ অবস্থাকে প্রিএকলাম্পশিয়া বলা হয়। অনেক নারী অন্তঃসত্ত্বা হওয়ার ৩৬ সপ্তাহের মধ্যে চোখে ঝাপসা দেখতে শুরু করেন। এ সময় অতিরিক্ত রক্তচাপ থাকে। এ সমস্যাটি শুধু গর্ভাবস্থায় হয়। প্রিএকলাম্পশিয়ার একমাত্র প্রতিকার হলো শিশুর ডেলিভারি করে ফেলা। দৃষ্টিশক্তির অবনতি হওয়া প্রিএকলাম্পশিয়ার একটি উপসর্গ মাত্র। চোখে রক্তক্ষরণ হতে পারে। এ সময় মাথাব্যথা, পেটব্যথা
এবং হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে। এসব উপসর্গ হতে পারে খুব তীব্র অথবা মৃদু। বিশেষ করে গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ের দিকে চোখে কোনো সমস্যা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, ভালো থাকুন।