আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন কিনা তা নির্ভর করে আপনার বয়স, জীবনযাত্রা এবং বিবাহিত জীবনের উপর। সাধারণত নিম্নে বর্ণিত শ্রেণীর ব্যক্তি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারেঃ
১। বেশি বয়সের ব্যক্তি
২। অপেক্ষাকৃত বেশি বয়সে প্রথম সন্তান ধারণ করা
৩। পরিবারের কেউ স্তন ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়ে থাকলে
৪। পূর্বে রেডিয়েশনের মাধ্যমে স্তনের চিকিৎসা করিয়ে থাকলে
৫। মাদকদ্রব্য সেবন করলে
৬। প্রোজেস্টেরন বা এস্ট্রোজেন হরমোন গ্রহণ করলে
কীভাবে বুঝবেন আপনার স্তন ক্যান্সার হওয়ার সম্ভবনা আছে?
স্তন ক্যান্সার কিছু নির্দিষ্ট লক্ষণ নিয়ে আক্রমণ করে। যেমনঃ
১। স্তনের আশেপাশে বা বগলের নিচে মাংসপিণ্ড দেখা দেয়া
২। স্তনে অতিরিক্ত ডিসচার্জ হওয়া
৩। স্তনের বোঁটা বিকৃত হয়ে যাওয়া
৪। স্তনের অস্বাভাবিক পরিবর্তন আসা; যেমন অতিরিক্ত খসখসে হয়ে যাওয়া, অসম আকৃতি, ফুলে ওঠা অথবা আকারে ছোট হয়ে আসা
৫। শরীরের অন্যান্য অংশে স্তন থেকে উত্তাপ ছড়িয়ে পড়া
৬। স্তনে চাপ প্রয়োগ করলে ব্যথা না পেলে।
৭। স্তনের স্কিন টিস্যু পরিবর্তন হলে (চুলকানি হবে)।
এই লক্ষন দেখা দিলে, খুব দ্রুত নিকটস্থ থাক চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।